জামদানি হার্ড বা সফট কিভাবে হয়?
চিকন সুতার জামদানি বা বেশি কাউন্টের শাড়ি ওজনে হালকা হয়, আর মোটা সুতা বা কম কাউন্টের শাড়ি ওজনে তুলনামূলক ভারি হয়। এটা আমরা সবাই জানি।
আবার একটা নতুন জামদানির সফ্ট হওয়া নির্ভর করে তার মাড় দেওয়া উপর। মাড় কম হলে নরম হবে আর মাড় বেশী হলে শক্ত হবে। তবে ব্যবহারের সাথে সাথে জামদানির মাড় ও কমতে থাকে এবং নরম হতে থাকে।
কাজেই হার্ড বা সফট মূখ্য বিষয় নয়, সফট হলে সেটা ভালো মানের সুতা, আবার হার্ড হলেই সেটা খারাপ মানের সুতা ব্যাপারটা এমন নয়।