জামদানি ব্লাউজ পড়ার পর প্রতিবার বাতাসে (রাত হলে) অথবা রোদে (শুকাতে) দিবেন। যাতে ঘামের ভিজা ভাবটা শুকিয়ে যায়। আর উলটা ভাঁজেই রাখবেন। বগলের নিচের সুতা গুলো একটু মিসপ্লেসড হয়ে যায় অনেকদিন পড়ার পর। সেক্ষেত্রে মাড় এ তুলা ভিজিয়ে হাল্কা করে মুছে দিবেন বগলের নিচের অংশ। এরপর রোদে শুকাতে দিবেন। আশাকরি দীর্ঘদিন ভালো থাকবে।
